এন্ড্রয়েড এপপ্স - ডেল কার্ণেগীর বাংলা ও ইংরেজী উক্তি সমূহ মাত্রঃ ১.১ এমবি
ডেল কার্ণেগীর বিখ্যাত উক্তি সমূহ পড়েননি বা শোনেন নি এমন মানুষ নিতান্তই কম। তিনি এখনো সবার হৃদয়ে আছেন তার বিখ্যাত উপদেশ, অনুপ্রেরণা মূলক উক্তি সমূহের কারণে। তা উক্তি সমূহ পড়লে মনে অনেক সাহস আসে, লড়াই করার মন মানসিকতা তৈরি, অন্ধকারের পথ থেকে আলোর দেখা পাওয়া যায়, বিশেষ করে তরুণদের জন্য তার উক্তি সমূহ পড়া খুবই জরুরী।
আমরা এখনো অনেকেই তার সম্পর্কে কিছুই জানিনা। সেই চিন্তা করে সবার জন্য একটি এন্ড্রয়েড এপপ্স তৈরি করেছি যা মাত্র ১.১ এমবি। এই এপপ্সের মাধ্যমে সকলেই তার সম্পর্কে জানতা পারবে, পাশাপাশি তার বিখ্যাত বাংলা , ইংরেজী উক্তি সমূহ পড়তে পারবে।
এই এপপ্সটিতে যা যা আছেঃ
-------------------------
-------------------------
* ডেল কার্ণেগীর পরিচয়
* ডেল কার্ণেগীর জীবনী
* ডেল কার্ণেগীর বিখ্যাত বাংলা উক্তি সমূহ
* ডেল কার্ণেগীর ইংরেজী উক্তি সমূহ
কথা দিলাম এপপ্সটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। এপপ্সের সাইজ ও বেশী না মাত্র ১.১ এমবি, যা থ্রিজির যুগে যা ডাউনলোড করে ১ মিনিটের লাগবেনা।
এপপ্সটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সার্চ বক্সে গিয়ে "ডেল কার্ণেগী" অথবা শুধু "ডেল" লিখুন। এবার চার্চে দিন আর মূহূর্তেই এপপ্সটি চলে আসবে আপনার সামনে। অনেকেই প্লে স্টোরে চার্চ বক্সে বাংলায় লিখতে পারে না। যারা লিখতে পারেন না তারা এখান "ডেল কার্ণেগী" অথবা শুধু "ডেল" লেখাটি কপি করে প্লে স্টোরে গিয়ে চার্চ বক্সে পেস্ট করে দিন আর সাথে সাথে পেয়ে যান আপনার কাঙ্খিত এপপ্স।
অথবা এই লিঙ্কে https://play.google.com/store/apps/details?id=del.bd.ovi ক্লিক করেও প্লে স্টোরে যেতে পারবেন।
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
------- অভি
![]() |
| Add caption |
এন্ড্রয়েড এপপ্স - ডেল কার্ণেগীর বাংলা ও ইংরেজী উক্তি সমূহ মাত্রঃ ১.১ এমবি
Reviewed by Unknown
on
08:34
Rating:
Reviewed by Unknown
on
08:34
Rating:

No comments: