ছোটবেলার সেরা ১১ টি ধারনা
১) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ।
২) বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।
৩) "আই লাভ ইউ" খুবখারাপ একটাশব্দ, একেবারে অশ্লীল।
৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না।
৫) কোন ফলের বিচি খাইয়া ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।
৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
৭) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা, সাড়ে একটার পর সাড়ে দুইটা।
৮) টিভির পেছনে উকি দিলে ভেতরে মানুষ দেখা যাবে ।
৯) যে যত ভালো ছাত্র তার রোল তত কম আর যত খারাপ তত বেশি.... এইটা কেমন সিস্টেম?
১০) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এততাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে? নিশ্চয়ই একটার উপরআরেকটা পরে থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে দেয় কোনো সময়...
১১) এক গালে থাপ্পর দিলে অন্য গালেও দিতে হবে নাইলে বিয়ে হবেনা
ছোটবেলার সেরা ১১ টি ধারনা
Reviewed by Unknown
on
22:35
Rating:
Reviewed by Unknown
on
22:35
Rating:

No comments: