মজার তথ্য - পর্ব - ১
১। শিশু বয়সে মানুষের শরীরে ৩০০ হাড় থাকে, বড় হলে কিছু হাড় জোড়া লেগে হাড়ের সংখা হয় ২০৬
২। একটি সাধারন পেন্সিল দিয়ে ৫ কিলো মিটারেরও বেশী লেখা যায়
৩। মানুষের শরীরের চার ভাগের এক ভাগ হাড় থাকে দুই পায়ের পাতায়।
৪। শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন প্রথম আবিস্কার – চাবুক।
৫। কোকা কোলার রঙ আসলে সবুজ। এটাকে বাড়তি রঙ মিশিয়ে কালো করা হয়।,
৬। আফ্রিকার মাতামী উপজাতীর মধ্যে মানুষের মাথার খুলি দিয়ে ফুটবল খেলার প্রচলন আছে।
৭। মানুষের উরুর হাড় কংক্রিটের চেয়েও শক্ত।
৮। তেলাপোকার মাথা কেটে ফেললেও এটা কয়েকদিন বাচে। এর পরে না খেতে পেরে মারা যায়।
৯। চোখ খোলা রেখে হাচি দেওয়া যায় না। খবরদার, চেস্টাও করবেন না। চোখ খুলে বেরিয়ে যেতে পারে।
১০। ১৩৮৬ সালে ফ্রান্সে , একটি শিশুকে হত্যা করার অপরাধে একটি শুকরকে প্রকাশ্যে ফাসি দেওয়া হয়েছিল।
চলবে …………
ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
------- অভি
মজার তথ্য - পর্ব - ১
Reviewed by Unknown
on
23:30
Rating:
Reviewed by Unknown
on
23:30
Rating:

No comments: