আর কখনো বলবো না ভালোবাসি
আমি আর কখনো
কাউকে ভালোবাসি,
বলবো না
আমি আর কখনো কারো
কাছে যেয়ে বলবো না
চলো কোন পানির পাশ
ঘেঁষে বসি ।
আমি আর কখনো কারো
হাত ধরতে যাবো না,
আমি আর কখনো কারো
পাশে যেয়ে বলবো না
চলো কুয়াশা ভেজা
মাটিতে পাশাপাশি
হাটি ।
আমি আর কখনো কারো
সাথে রাত জাগবো না
আমি আর কারো সাথে
কষ্ট আনন্দের
সময়গুলো
কখনো ভাগাভাগি করে
নেবো না,
আমি আর কখনো কারো
মাঝে নিজেকে খুঁজবো
না
আমি আর কারো বুকে
হারাতে হারাতে
কারো নিঃশ্বাসে
নিঃশ্বাস হারিয়ে
ফেলবো না ।
আমি আর কখনো কারো
খুব কাছে যেয়ে দাঁড়াবো
না
আমি আর কারো জন্য
প্রচণ্ড অস্থির হয়ে
বলবো না,
তোমাকে না দেখে আমি
কোনদিন থাকতে পারবো
না...।।
আর কখনো বলবো না ভালোবাসি
Reviewed by Unknown
on
13:43
Rating:
Reviewed by Unknown
on
13:43
Rating:

No comments: