প্লিজ একবার রিসিভ করে দেখো
১টা ছেলে ১টা মেয়ে তারা দুজনফেরেনডছিল, কিন্তু ছেলেটা মেয়েটিকে বেস্টফেরেনড মানতো, কিন্তু মেয়েটিছেলেটাকে জাস্ট বন্ধু ভাবতো,ছেলেটা মেয়েটিকে রোজ কল আর এসেমেস করতো,কিন্তু মেয়েটি কোনো দিন তার কল আর এসেমেস রিসিভ করতো না, একদিন রাতে ছেলেটা মেয়েটিকে কল করলো,মেয়েটি তার কলটা উঠালো না, তার পর ছেলেটা মেয়েটিকে মেসেজ করলো কিন্তু মেয়েটি তার মেসেজটা না দেখে সুয়ে পরলো।
পরদিন সকালে মেয়েটি ছেলেটাকে কল করলো তখন তার মা কলটা উঠালো বললো কাল রাতে আমার ছেলের এক্সিডেনট হয়, আর সেমারা যায়,যখন মেয়েটি তার মেসেজটা বার করেদেখলো, ওখানে লেখা ছিল, আমি তোমাদের বাড়ির সামনে এক্সিডেনট হয়েছি প্লিজ আমার হেল্প করো, তখন মেয়েটি মেসেজটা পরার পর খুব কাঁদলো, সেভাবলো আজ আমার জন্য তার মরন হলো।
মনে রাখবেন নিজের জিবনের সুধু ২-৩ মিনিটের জন্য কারো জিবন বাচাতে পারবেন,কোনো দিন কারও কল বা এসেমেস আসলে,সেটা প্লিজ একবার রিসিভ করে দেখবেন।
প্লিজ একবার রিসিভ করে দেখো
Reviewed by Unknown
on
05:39
Rating:
Reviewed by Unknown
on
05:39
Rating:

No comments: