ঘরে মোমের গোলাপ বানানোর সহজ উপায়
আজ আমি খুব সহজ উপায়ে আপনাদের গোলাপ বানানো শিখাব। যদিও দেখে মনে হতে পারে অনেক জটিল বিষয় কিন্তু আসলে তেমন কিছুই নয়। এমনকি উপকরণও লাগে খুবই সীমিত পরিমাণ। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি বাসায় কীভাবে গোলাপের আদলে মোমবাতি তৈরি করা যায়।
প্রয়োজনীয় উপকরণঃ
– গোলাপি রঙের কিছু গলানো মোম
– সাদা রঙের মোমবাতি
– মোটা রশি যা সোলতে হিসেবে কাজ করবে
– ফুটন্ত গরম পানি
– একটি লাঠি
– ছুরি।
পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে কোরানো গোলাপি রঙের মোম ও কোরানো সাদা মোম নিন। খেয়াল রাখবেন গোলাপি মোমের অংশটুকুই যেন বেশি থাকে।
এরপর একটি গামলায় গরম পানি নিয়ে মোমের ( wax ) বাতিতে এর উপর বসিয়ে দিন যেন মোম গলে যায়। মাঝে মাঝে লাঠিটি দিয়ে নেড়ে মোম দুটিকে মিশিয়ে দেবেন।
এখন থেকে শুরু হবে একটু গুরু গম্ভীর কাজ। একটি কাঠের বোর্ডের উপর গলানো মোম ঢেলে ছোট ছোট বৃত্ত করুন। এই বৃত্তের শেপই নির্ধারণ করবে গোলাপের পাপড়িগুলোর সাইজ কেমন হবে। আপনি যদি বড় গোলাপ চান তবে বৃত্তগুলো বড় মাপের করুন। আর সংখ্যাও নির্ভর করবে আপনার উপর। তবে ৬টির কমে বৃত্ত তৈরি করবেন না। তাহলে গোলাপ দেখতে সুন্দর লাগবেনা।
ছবির মত করে রশির গাঁ ঘেঁষে বৃত্ত গুলো গোলাপের পাপড়ির আদলে প্যাঁচাতে থাকুন।
দেখুন তো গোলাপ ফুলের মত দেখাচ্ছে কিনা। আমার কাছে তো হুবহু গোলাপ ( Rose )ফুলই লাগছে। এবার চাইলে কোন মোম ( wax ) দানির উপর বসিয়ে দিতে পারেন।
ভালো লাগলে লাইক , কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। নিচে সব গুলো অপশনই আছে।
ঘরে মোমের গোলাপ বানানোর সহজ উপায়
Reviewed by Unknown
on
01:38
Rating:
Reviewed by Unknown
on
01:38
Rating:







No comments: