সাধারণ জ্ঞান - পর্ব ২
► দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়।
► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ।
► উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।
► বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়।
► ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।
► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
► রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।
► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
চলবে …………
সাধারণ জ্ঞান এর ১০০টি পর্ব তৈরী করা হয়েছে। এখন থেকে নিয়মিত এই পর্ব চলবে। আশা করি সবাই লাইক . কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।
সাধারণ জ্ঞান - পর্ব ২
Reviewed by Unknown
on
23:34
Rating:
Reviewed by Unknown
on
23:34
Rating:

No comments: