Top Ad unit 728 × 90

Breaking News

Technology

সাধারণ জ্ঞান - পর্ব ৩

► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে।

► একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে- পাঁচটি ।

► ভারি পানির সংকেত- D2O ।

► শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা ।

► কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? ৫১টি

► নীল নদ বর্তমানে ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, দেশ গুলো হল Ethiopia, Sudan, South Sudan, Egypt, Uga…nda, Congo, Kenya, Tanzania, Rwanda, Burundi, Eritrea

► মাথায় বল নিয়ে দীর্ঘপথ হাঁটে গিনেস বুকে স্থান পাওয়া হালিম কত কি.মি. হেটেছেন? ১৫.২ কি.মি.।

► মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ‘Yangon’। বর্তমান রাজধানীর নাম ‘Nay Pyi Taw’ (officially spelled) ।

► মার্কিন যুক্তরাষ্ট্র কে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ? ফ্রান্স।

► সর্বপ্রথম কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন আসে? ১লা ডিসেম্বর ১৯৮০।

চলবে …………

সাধারণ জ্ঞান এর ১০০টি পর্ব তৈরী করা হয়েছে। এখন থেকে নিয়মিত এই পর্ব চলবে। আশা করি সবাই লাইক . কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।

সাধারণ জ্ঞান - পর্ব ৩ Reviewed by Unknown on 11:44 Rating: 5

No comments:

All Rights Reserved by Ariful Islam © 2014 - 2015
Powered By Blogger, Designed by Sweetheme

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.