সাধারণ জ্ঞান - পর্ব ৪
►বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান্’ এই কালজয়ী গ্রন্থটি সম্পাদনা করেছেন মুহম্মদ শহীদুল্লাহ্।
► ইন্টারপোল গঠিত হয় ১৯২৩ সালে। বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে।
► মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।
► যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।
► ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস)।
► কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ (১০তম বিসিএস)।
► সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
► ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
চলবে …………
সাধারণ জ্ঞান এর ১০০টি পর্ব তৈরী করা হয়েছে। এখন থেকে নিয়মিত এই পর্ব চলবে। আশা করি সবাই লাইক . কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।
সাধারণ জ্ঞান - পর্ব ৪
Reviewed by Unknown
on
11:51
Rating:
Reviewed by Unknown
on
11:51
Rating:

No comments: