MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল - সূচনা
বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো সেই কামনা সব সময়ই করি। যাক ইচ্ছে ছিলো এমন একটা গ্রুপ খুলব যেখানে আমরা সবাই একত্রিত হয়ে অজানা কে জানব। অর্থাৎ যেটা জানিনা সেটা জানা চেষ্টা করব। যেই প্লান সেই মতোই কাজ। তোমাদের সাপোর্ট পেয়ে নেমে পড়লাম এই কাজে।
আমাদের প্রথম টার্গেটই হচ্ছে যাদের ডেসটপ বা ল্যাপটপ থাকা স্বতেও MS Word এর কাজ জানেন না তাদের মুটামুটি হলেও MS Word সম্পর্কে ধারণা দেওয়া। আমি নিজেও তেমন এক্সপার্ট না। তবে যতটুকু জানি ততটুকই তোমাদের মাঝে শেয়ার করতে চাই। আমরা আমরাই মিলেই তো শিখব। কি বলো বন্ধুরা। আর দেরি না করে আজকে থেকেই শুরু করলাম আমাদের কোর্স – MS Word 2007।
তবে যাই বলুন না কেন, আপনাদের নিজেদেরই কিন্তু চেষ্টা করতে হবে। আমি দেখানোর মালিক কিন্তু আপনারা যদি নিজে চেষ্টা বা টিউটোরিয়াল গুলো দেখে চেষ্টা না করেন তাহলে কখনোই শীখতে পারবেন না। আশা করি আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। আর এই গ্রুপে আমরা সবাই ভাই – ভাই। SO আমরা একে অপরকে অবশ্যই সহযোগিতা করব।
MS Word কি ?
----------
----------
পিসি চালান কিন্তু MS Word এর নাম শুনেন নাই এমন বন্ধু খুজে পাওয়া মুশকিল। তবে শুনে থাকলেও অনেকেই জানেন না এটার কাজ কি। আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক বাজারকৃত মাইক্রোসফ্ট ওয়ার্ডকে সংক্ষেপে Ms-Word বলে। Ms-Word একটি প্যাকেজ প্রোগ্রাম। আই.বি.এম বা আই.বি.এম কম্পিটিবল কম্পিউটারে পূর্বে ডসভিত্তিক বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম প্রচলিত ছিল।
যেমন ওয়ার্ডস্টার ৪ ও ৫ এবং ওয়ার্ড পারফেক্ট ৫.০, ৫.১ ইত্যাদি। GUI (Graphical User Interface বা চিত্রভিত্তিক উইন্ডোজ পরিবেশে লেখালেখির কাজ করার জন্য Microsoft Corporation, Ms-Word প্রস্তুত করে। কমান্ড মুখস্ত না রেখে বিভিন্ন কমান্ডের প্রতিনিধিত্বকারী সুদৃশ্য চিত্র বা আইকন এবং মেনু ব্যবহার করে সহজেই কাজ করা যায় বলে ওয়ার্ড প্রসেসিং এর এ প্রোগ্রামটি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। উইন্ডোজ সিস্টেমের জন্য তৈরি বিভিন্ন বাংলা ফন্ট ব্যবহার করে বাংলাতে মুদ্রনের যাবতীয় কাজ করা যায় বলে বাংলাদেশে Ms-Word দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। Ms-Word দিয়ে লেখালেখির যাবতীয় কাজ ছাড়াও বিভিন্ন ধরনের Drawing এর কাজও করা যায়।
Microsoft এর Office packageটা আসলেই Complete একটা package। যার মাধ্যমে প্রায় সব ধরনের অফিশিয়াল বা দৈনন্দিন কাজ করা যায়। এই MS Word ব্যবহার করে ওয়েবসাইট তৈরী করা যায়। এছাড়াও logo, poster, banner, visiting card ইত্যাদি design করা যায়। সুন্দর সুন্দর Report তৈরী করা যায়, যেখানে আপনি আপনার ইচ্ছামত Chart, Graphics এগুলো সংযোজন করতে পারবেন এবং আরও কত কি।
আমাদের এই কোর্সটি নতুন বা যারা ওয়ার্ড জানেন তাদের জন্য না। তবে আমি চেষ্টা করব, আপনাদের জানার ভিতরেও, কিছু অজানা তথ্য দেয়ার। আর এটা ছাড়াও আপনাদের যদি অন্য কিছু জানার থাকে, গ্রুপে করতে পারেন।
আপনাদের এক্টিভিটি না থাকলে কাজ চালিয়ে যাবার আগ্রহ হারিয়ে যাবে। সব সময় লাইক, কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বুঝতে কোন সমস্যা হলে সাথে সাথে গ্রুপে পোস্ট করবেন অথবা আমাকে নক করবেন।
MS Word 2007- এর ধারাবাহিক টিউটোরিয়াল - সূচনা
Reviewed by Unknown
on
11:54
Rating:
Reviewed by Unknown
on
11:54
Rating:

No comments: