MS Word 2007 - এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব- ২)
বন্ধুরা সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো। ২য় পর্বে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম অভি। আজকে আমরা আলোচনা করব MS Word 2007 এর ইন্টারফেস পরিচিতি নিয়ে।
শুরুতেই MS Word 2007 রান করে নিন। রান করার পর নিচের ছবির মতো একটি স্ক্রিন দেখতে পাবেন।
টাইটেল বারঃ
টাইটেল বার হলো word window এর অংশ| কোন প্রোগ্রাম চালুর উপর সেই প্রোগ্রামের সবচেয়ে উপরে যে বারটি দেখাযায় তাকে title bar বলে| সাধারণ যে প্রোগ্রামটি চালু থাকে শুধু সে প্রোগ্রামের নামটিসহ ফাইলের নাম দেখা যায়| আর একটু সহজ করে বলি, আমাদের স্ক্রিন এর একদম উপরে (নিচের ছবির অংশ টুকু ) যে বারটি দেখা যাচ্ছে সেটিকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বারের আমাদের প্রজেক্ট বা ফাইল নাম লেখা থেকে। অর্থাৎ আমরা যে প্রজেক্টি রান করা আছে তার নাম থাকবে। যদি আপনার ফাইলটি MS নামে ওপেন করা থাকে তাহলে সেখানে MS লেখা থাকবে। আর পাশে যে নামটি আছে MS Word এটা হচ্ছে সফটওয়ার নেইম।
Quick access toolbar:
এটিকে বলা হয় Quick access toolbar (ছবির অংশ টুকু ). কাজ করার সময় কিছু কমান্ড আমাদের ঘন ঘন ব্যবহার করতে হয়। বার বার ট্যাব এ না গিয়ে ঐ কমান্ডগুলোকে Quick access toolbar এ রেখে আমরা দ্রুততার সহিত কাজ করতে পারি। কাস্টমাইজেশান এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। এই বাটনগুলোর নাম বাদিক থেকে যথাক্রমে Save, Undo Typing এবং Repeat Typing। বাটনগুলোর শেষে দেখুন নিচের দিকে বোঝানো একটি তীর চিহ্ন রয়েছে। এখানে Click করুন। আরো কতগুলো Option আসবে। এখানে দেখুন কয়েকটি Option এ টিক চিহ্ন দেখাচ্ছে। এইগুলোই উপরে দেখাচ্ছে। আপনারা নতুন কিছুতে Click করলে সেটিও উপরে দেখাবে।
Office Button:
আপনারা দেখতে পাবেন স্ক্রিন এর বাম দিকে একদম উপরে কর্ণারে যে বাটন টি আছে তা হচ্ছে Office Button। এটিতে Click করলে আপনারা আরো কিছু Option খুজে পাবেন। এই অপশোন গুলো দিয়ে বিভিন্ন কাজ করা হয়ে থাকে। যা আমরা পরবর্তী টিউটোরিয়াল গুলোতে জানব।
Ribbon Area:
Ribbon Area (নিচের ছবির অংশ টুকু) তে একই সাথে অনেকগুলো Option রয়েছে। প্রথমেই রয়েছে Tab। এখানে আপনি কয়েটি Tab খুজে পাবেন। Tabগুলো হল Home Tab, Insert Tab, Page Layout Tab, References Tab, Mailings Tab, Review Tab এবং View Tab।
প্রতিটি Tab এর নিচে আবার কয়েকটি করে Group দেখাবে। ধরুন আপনি Home Tab এ রয়েছেন তাহলে আপনাকে যে Group গুলো দেখাবে সেগুলো হল Clipboard, Font, Paragraph, Styles এবং Editing। এই টুলস গুলো ব্যবহার করে পরবর্তী টিউটোরিয়াল গুলো বিভিন্ন ভাবে কাজ করব।
Workspace:
ছবিতে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে worlkspace। অর্থাৎ এই অংশ টুকুতেই আমরা আমাদের কাজ করব।
Scroll Bar:
ছবিতে যে অংশ টুকু দেখছেন তাকে বলা হয় Scrool Bar। স্ক্রিনের ডান দিকে এটি অবস্থিত। এটা উপরে নিচে করে অবস্থান পরিবর্তন করা হয়া। যেমন আপনি ৩ পৃষ্টা কাজ করেছেন, এখন ৩ নাম্বার পেইজে যেতে হলে এটি নিচের দিকে টেনে যেতে হবে।
একদম নিচে যে অংশ টুকু দেখতে পাচ্ছেন (ছবিতে দেখুন) এটাকে Scroll Bar বলা হয়ে থাকে। এখানে আপনার পেইজের অবস্থান , লেখার ভাষা শো করবে। আর একদম ডান দিকে জুম বাটনের মাধ্যমে আমাদের স্ক্রিনের অবস্থান জুম করা যাবে আবার কমানো যাবে।
আজ এখানেই শেষ করলাম। পরবর্তী পোস্ট পড়ার জন্য আমন্ত্রন থাকলো। পরবর্তি টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই এই টিউটোরিয়ালটি দেখে দেখে ট্রাই করতে পারেন। সবাই সুস্থ থাকুন। আমি নিজে একটু অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন।
পর্ব গুলো ইবুক আকারে ডাউনলোড করুনঃ
পর্ব গুলো ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করুনঃ
এই পর্বটি ভিডিও টিউটোরিয়াল দেখুনঃ
MS Word 2007 - এর ধারাবাহিক টিউটোরিয়াল (পর্ব- ২)
Reviewed by Unknown
on
00:51
Rating:
Reviewed by Unknown
on
00:51
Rating:






No comments: